Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শিমুলিয়া ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে।
Details

শিমুলিয়া ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে আগামী  ১৫ই জুন ২০১৪ ইং হতে এবং শেষ হবে ২৫শে জুন ২০১৪ ইং পর্যন্ত। যারা যারা ভোটার হইতে আগ্রহী এবং যাদের জন্ম ১৯৯৭ সালের আগে তারাই ভোটার হইতে পারবে।সঠিক তথ্য দিয়ে ফরম পূরন করে নিজের নাগরিক দায়িত্ব পালন করুন এবং তথ্য কর্মীকে সাহায্য করুন। নিজে ভোটার হোন এবং অন্যকে ভোটার হতে সাহায্য করুন। ভোটার হইতে যা যা কাগজপত্র আবশ্যক:-

১. জন্ম নিবন্ধনের ফটোকপি।

২. উক্ত ইউনিয়নের নাগরিক সনদপত্র।

৩. বাবা,অথবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি।

৪. ইউপি সদস্য দ্বারা সনাক্ত কৃত ফরম

Images
Attachments