বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সংক্ষেপে বিকেএসপি। বিকেএসপি বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে এমন একটি প্রতিষ্ঠান যা এক কথায় বলা যায়, ইউনিক। ১৯৭৪ সালে ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে বিআইএস (বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস) প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সালে প্রকল্পটি যাত্রা শুরু করে এবং ১৯৭৭ সালে বিআইএস বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সরকারি সংস্খা হিসেবে যাত্রা শুরু করে। ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি’ নাম ধারণ করে। পরবর্তীতে ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত সংস্খার রূপ দেয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে প্রধান করে ১০ সদস্যের বোর্ড অব গবর্নস দ্বারা এটা পরিচালিত হয়। সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল এই প্রতিষ্ঠানটির ডিজি ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
বিকেএসপি ১৯৮৬ সাথে নিম্নবর্ণিত উদ্দেশ্য সাধনের জন্য আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।
সারাদেশ থেকে প্রতিশ্রুতিশীল ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধার মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে ক্রীড়া বিষয়ক শিক্ষাদান ও ডিগ্রি পর্যন্ত সাধারণ শিক্ষা প্রদান।
কোচ, আম্পায়ার প্রশিক্ষণের মাধ্যমে কোচ, আম্পায়ার তৈরি।
বর্তমান কোচ বা আম্পায়ারদের ট্যাকনিক্যালি আরো উন্নতকরণ।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে জাতীয় দলকে পর্যাপ্ত কোচিং-এর মাধ্যমে প্রস্তুত করে গড়ে তোলা।
কোচ বা আম্পায়ারদের সার্টিফিকেট কোর্সের আয়োজন করা।
ক্রীড়া সংক্রান্ত তথ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করা।
ক্রীড়া বিষয়ক বই, স্যুভিনর ও সর্বশেষ তথ্যের প্রকাশ ঘটানো।
বিকেএসপির শিক্ষা বিভাগসমূহ
নিম্নবর্ণিত বিভাগসমূহে বিকেএসপিতে শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হয়।
অবস্খান
ঢাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নে অবস্থিত।
বিকেএসপির কার্যক্রম
ক. ক্রীড়া প্রশিক্ষণ
দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ : বয়সভিত্তিক বৈজ্ঞানিক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্খাকরণ।
স্বল্পমেয়াদী প্রশিক্ষণ : যুবকদের উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে জনগণের মধ্যে ক্রীড়াকে জনপ্রিয় করে তোলা।
জাতীয় দলের প্রশিক্ষণ : বিভিন্ন খেলায় বাংলাদেশ জাতীয় দলকে কারিগরি সহায়তাসহ অন্যান্য সুবিধা প্রদানের মাধ্যমে সহায়তা প্রদান।
প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্স : স্খানীয় কোচদের আধুনিক কোচ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্খা।
খ. সাধারণ শিক্ষা
ক্রীড়া শিক্ষার সাথে সাথে প্রশিক্ষণার্থীদের সাধারণ শিক্ষাও বিকেএসপিতে দেয়া হয়। সপ্তম শ্রেণী হতে ডিগ্রি পর্যন্ত এখানে সাধারণ শিক্ষা দেয়া হয়।
বিকেএসপিতে ক্রীড়া বিজ্ঞাপন
আধুনিকতার প্রয়োজনে ও বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার তাগিদে ২০০০ সালে বিকেএসপিতে ক্রীড়া বিজ্ঞান বিভাগ খোলা হয়। এই বিভাগে পাঁচটি সেকশন আছে- এগুলো হলো শরীর প্রশিক্ষণ, দর্শন, ক্রীড়া, ক্রীড়া চিকিৎসা, ক্রীড়া দর্শন ও ক্রীড়া প্রশিক্ষণের বৈজ্ঞানিক নীতি। পরিশেষে বলা যায় এটি বাংলাদেশে ক্রীড়া শিক্ষার জন্য একটি উপযোক্ত স্থান।
মো: নিহান আনিস
শিমুলিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
আশুলিয়া, সাভার, ঢাকা।
মোবাইল-০১৯৮২৮৩১৭৫৭
ই-মেইল-uiscanis@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS