নন্দন পার্ক, এটি একটি দর্শণীয় স্থান, এটি ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নে অবস্থিত। এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষ জন আসে। এখানে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশের এটি সম্পৃক্ত। এটি সবার জন্য একটি উপযুক্ত পর্যটন কেন্দ্র।
সাভারের নবীনগর-চন্দ্রা হাইওয়ের বাড়ইপাড়া এলাকায় প্রায় ৩৩ একর জমির উপর ২০০৩ সালের অক্টোবর মাস থেকে নন্দন থিম পার্কের যাত্রা শুরু। ঢাকার মতিঝিল থেকে এখানে বাসযোগে পৌঁছতে সময় লাগে প্রায় দুই ঘন্টা। হানিফ, সুপার ও আজমেরী বাস সার্ভিস যোগে নন্দনে যাতায়াত করা যায়। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও এখানে আসা যায়। থিম পার্কের সামনে প্রায় ১,৫০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। নন্দন থিম পার্কটির বিশেষত্ব হচ্ছে সবুজের সমারোহ। হাটতে হাটতে ক্লান্ত হলে/বিশ্রাম নিতে বসতে পারেন ঘাসের সবুজ গালিচাতে। আন্তর্জাতিক মানের রাইড, মানসম্পন্ন খাবারের দোকান ও প্রাকৃতিক পরিবেশ সত্যিই ভ্রমনকারীদের বারংবার নন্দন পার্কে আসার ইচ্ছা জাগায়। সাথে রয়েছে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ও হকার মুক্ত পরিবেশ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS